শিলিগুড়ি ঃ বাঙলা ভাঙার চক্রান্তকারী , বিদেশী সন্ত্রাসবাদী খুনী ও জাতীয় সম্পদ ধবংসকারী বিমল গুরুংকে গ্রেফতারের দাবীতে গত ১৯শে জুন শিলিগুড়ি শহরের প্রধান ডাকঘরের সামনে সকাল দশ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত আমরা বাঙালীদলের পক্ষ থেকে গণ অবস্থান করা হয়৷ গণবস্থানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সচিব বকুল রায়,কেন্দ্রীয় সহসচিব তারাপদ বিশ্বাস, কেন্দ্রীয় সাংঘটনিক সচিব খুশীরঞ্জন মন্ডল, কেন্দ্রীয় আন্দোলন সচিব বিকাশ বিশ্বাস, কেন্দ্রীয় পঞ্চশাখা সচিব হরিদাস মোদক , কেন্দ্রীয় সদস্য সুবাধ বর্মণ, দার্জিলিং জেলা সচিব বাসুদেব সাহা, দার্জিলিং জেলার বাঙালী মহিলা সচিব জয়া সাহা, জলপাইগুড়ি জেলা সচিব কেশব সিংহ , বাবলা দেব, ছাত্রনেতা রাজু মান্না, কর্মী স্বদেশ সরকার প্রমুখ৷ সমগ্র ধর্র্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন বরেন্দ্র সাংঘটনিক সচিব দলেন্দ্রনাথ রায় মহাশয়৷ সবাই বক্তব্যের মধ্যে দাবী তোলেন বিমল গুরুংকে অবিলম্বে গ্রেফতার করতে হবে৷ পাহাড়ে বাঙলা ভাষাকে ঐচ্ছিক না করে বাধ্যতামূলক করতে হবে৷ পাহাড় সমতল সহ পশ্চিমবঙ্গে সর্বত্র সরকারী বেসরকারী অফিস কাছারীতে বাধ্যতা মূলক ভাবে বাংলা ভাষা চালু করতে হবে আর চাকরীর পরীক্ষা বাংলা ভাষায় নিতে হবে৷ অবিলম্বে জিটিএ চুক্তি বাতিল করতে হবে আর বাঙলাকে ভাগ নয় বরং বাঙলাকে ভেঙ্গে বাংলার যে অংশগুলিকে অন্য রাজ্যর সাথে যুক্ত করা হয়েছে সেই সমস্ত অংশকে একসঙ্গে যুক্ত করে বাঙালীর নিজস্ব বাসভূমি শোষণমুক্ত বাঙালীস্তান গড়তে হবে৷ এছাড়া বকুল রায, তারাপদ বিশ্বাস, খুশীরঞ্জন মন্ডল , দলেন্দ্রনাথ রায়, ও বাসুদেব সাহার নেতৃত্বে গণবস্থান কেন্দ্র থেকে বিরাট এক বিক্ষোভ মিছিল (বিমল গুরুংয়ের কুশপুত্তলিকা সহ) শিলিগুড়ি শহর পরিক্রমা করে ভ্যানাস মোড়ে এসে ভ্যানাস মোড় অবরোধ করে বিমল গুরুংয়ের কুশপুত্তলিকা দাহ করা হয়৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়