গোর্খাল্যাণ্ডের নামে বাংলা ভাগের বিরুদ্ধে হাওড়ায় আমরা বাঙালী বিভিন্নস্থানে পথসভা ও বিমল গুরুং এর কুশপুত্তলিকা দাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হাওড়া ১লা জুলাই: দার্জিলিং এ গোর্র্খল্যান্ডের নামে বিচ্ছিন্নতাবাদী নেতা বিমল গুরুং বাংলা ভাগের যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে আমরা বাঙালীর পক্ষ থেকে হাওড়া জেলার আন্দুল, রাণী হাটি ও বাগনানে মিছিল ও পথসভা হয়৷ সভাশেষে, চক্রান্তকারী বিমল গুরুং এর কুশপুত্তলিকা দাহ করা হয়৷ বক্তাদের মধ্যে ছিলেন উৎপল কুন্ডু চৌধুরী, প্রদীপ খাঁড়া, গোপা শীল,অর্ণব কুন্ডু চৌধুরী প্রমুখ৷ বক্তাদের প্রধান দাবী ছিল অবিলম্বে চীনের মদতপুষ্ঠ বিচ্ছিন্নতাবাদী নেতা বিমল গুরুং কে গ্রেফতার করতে হবে ও বাঙলা ভাগের সব রকম চক্রান্ত রুখতে হবে৷