সংবাদদাতা
পি.এন.এ.
সময়
সলোমন আইল্যাণ্ডস, অষ্ট্রেলিয়ার উপকূল থেকে কিছু দূরে প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র৷ মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে দূরত্ব ৯৮০০ কিমি৷ মার্চ মাসে হঠাৎ আন্তর্জাতিক সংবাদের শিরোনামে চলে আসে অখ্যাত দেশটি৷ কারণ বাইডেন সরকার জানায় যে সেখানে শত্রু অস্ত্রসম্ভার মানেই যুক্তরাষ্ট্রের বিপদ ও সেই জন্যে ওখানে তারা চিনকে কোন ঘাঁটি বানাতে দেবেন না৷ বাদানুবাদ এখনও চলছে৷ দশহাজার কিমি দূরেও প্রতিদ্বন্দ্বীর উপস্থিতি সহ্য করতে রাজি নন বাইডেন, তা হলে কি করে আশা করা যায় যে গত চৌদ্দ বছরে উত্তরোত্তর তীব্র হওয়া বাদানুবাদের পরেও পাশের দেশে শত্রু সম্ভার পূতিন বরদাস্ত করবেন? রুশ-ইউক্রেন যুদ্ধ এই নৈতিকতা বিহীন গ্রেট পাওয়ার পলিটিক্স-এর পরিণতি৷