সন্তানের নাম ঠিক করতে মনোমত নামের খোঁজে দম্পতির অনেক কালঘাম ছুটে যায়৷ প্রত্যেক দম্পতির মানসিক চিন্তাধারা অনুযায়ী নানাভাবে এমন নামের খোঁজ করতে থাকে যা হবে একেবারে ব্যতিক্রমী৷ অন্যকারও সঙ্গে সে নাম মিলবে না৷ এজন্যে কেউই ছোটেন জ্যোতিষী বা কুলগুরুর কাছে৷ কেউ বা শব্দকোষের সাহায্য নেন৷ কোন কোন দম্পতি আবার মা বাবার নামের আদ্যাক্ষর দিয়ে অর্থহীন নাম রাখেন৷ এতসব ঝঞ্চাটে না গিয়ে একেবারে অন্যরকম পদ্ধতি বের করেন কর্ণাটকের ভদ্রাপুরের হাক্কি পিক্কি অদিবাসী সম্প্রদায়৷ নামকরণে তারা এক আজব রীতি চালু করেছে৷ ১৫ বছর ধরে চলছে তাদের এই আজব নামের পদ্ধতি৷ নামের তালিকায় রয়েছে কফি, গুগল, ব্রিটিশ, হাইকোর্ট, সুপ্রিমকোর্ট, ব্রিটিশ, গ্লুকোজ, পাক, আমেরিকা, ওবামা, ওয়ান বাই টু, বাস,ট্রেন, ডলার প্রমুখ৷ এলিজাবেথ নামেও শিশুর খোঁজ মিলেছে ওই সম্প্রদায়ে৷
কর্ণাটকে হাক্কিপিক্কির অর্থ যারা পাখী ধরে৷ নিজেদের মধ্যে প্রায় ১৪টি ভাষায় কথা বলে এই সম্প্রদায়ের মানুষজন৷