গুজরাতে নদীর উপর ভেঙে পড়ল সেতু

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

প্রতিদিনকার মতো গুজরাতের সুরেন্দ্রনগর জেলার ভাস্তাদি এলাকার সেতুর ওপর দিয়ে যাতায়াত করছিল মোটর সাইকেল-সহ বহু গাড়ি৷ হঠাৎ তাসের ঘরের মতো নদীর বুকে ভেঙে পড়ে সেতুর একাংশ৷

ব্রিজ ভাঙার পর দশজন নদীর জলে ভেসে যান৷ তাঁদের মধ্যে চার জনকে উদ্ধার করা গেছে৷ বাকিদের এখনও খোঁজ চলছে৷ ভোগাভো নদীর উপর প্রায় চারদশক আগে এই সেতু নির্মাণ করা হয়েছিল৷৷ সেতুর ভাঙার মুহূর্তে তার উপর দিয়ে মোটর সাইকেল সহ অন্য গাড়ী ও একটি ডাম্পার যাচ্ছিল৷ প্রশাসনসূত্রে খবর, এই সেতু দিয়ে ভারী যান চলাচলের উপ বহু  বছর আগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷ তবুও সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে গত রবিবার ৪০টন ওজনের ডাম্পার ওঠে ব্রিজে৷

প্রশাসনের অনুমান অনুযায়ী, ডাম্পারের ভারবহন করতে না পেরে সেতুটি ভেঙে পড়ে৷ সেতুটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ ও প্রশাসনকে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তারা৷ উদ্ধার করার পর চারজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে৷