গুজরাতের বরডা জঙ্গলে ১৪৪ বছর পর দেখা মিলল সিংহের

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গুজরাতের গির অরণ্যে ভারতবর্ষে একমাত্র সিংহের বাসভূমি৷ এতদিন আমরা জানতাম৷ কিন্তু এবার সিংহের দ্বিতীয় বাসভূমির দেখা মিলল গুজরাতের বরডা জঙ্গলে৷ তাও আবার ১৪৪ বছর পর৷ এই সংবাদে রীতিমতো হইচই পড়ে গেছে৷ কারণ ওই বরডা অঞ্চলে ১৮৭৯ সালে শেষবারের মতো সিংহের দেখা মিলেছিল৷ প্রায় দেড়শো বছর পর জঙ্গলে পশুরাজের আগমণ হলে তা বনদপ্তরের পক্ষে  সত্যিই খুশীর খবর৷

এশিয়া মহাদেশের মধ্যে গুজরাতের গির অরণ্যে সিংহের সবচেয়ে বড় বিচরণভূমি৷ এই জাতীয় উদ্যান এক হাজার ৪১২ বর্গ মিটার বিস্তৃত গির অরণ্যে প্রায় ৩২৫-৩৫০টির মতো সিংহ রয়েছে বলে ২০১৯ সালের শুমারীতে জানা গিয়েছিল৷