আনন্দমার্গ প্রচারক সংঘের অন্যতমপ্রচারক আচার্য্য গুরুকৃপানন্দ অবধূত জঙ্গলমহলের বিভিন্ন স্থানে প্রচারকালে সরদিয়া স্টেশন থেকে ৬কিমি দূরে গড়মহান গ্রামে তিনি অসুস্থ হয়ে পড়েন৷ পরে মেদিনীপুর সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি প্রাণ ত্যাগ করেন৷ তাঁর স্মৃতিতে প্রতিবছর ১৫ আগষ্ট এস এস এ সি (স্পিরিচুয়ালিষ্ট স্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চার) ক্লাবের উদ্যোগে গুরুকৃপানন্দ অবধূত স্মৃতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ এদিন গড়মহান গ্রামে এই উপলক্ষ্যে ৭ম বর্ষ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ খেলার শুরুতে সকলে দু’ মিনিট নীরবতা পালন করে তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়৷ আচার্য ত্রিগুণাতীতানন্দ অবধূত ও শিক্ষক অজিত মাহাত স্মৃতিচারণ করেন৷
আনন্দমার্গ প্রচারক সংঘের ডায়োসিস সেক্রেটারি আচার্য্য নিত্যতীর্থানন্দ অবধূত ফুটবলে পা দিয়ে খেলার সূচনা করেন৷
সারাদিন ব্যাপী খেলার শেষে এস এস এ সি গড়মহান জয়ী ও গাড়রা নবারুণ সংঘ রানার্স হয়৷ এছাড়া গোপাল মাহাত , বুদ্ধেশ্বর শীট, উজ্বল মাহাত প্রসেনজিৎ মাহাত যথাক্রমে ম্যান অব দ্য সিরিজ, ম্যান অব দি ম্যাচ, সেরা গোল রক্ষক, সেরা গোলদাতা নির্র্বচিত হন৷ খেলা পরিচালনা করেন ভিক্টর মাহাত৷
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আচার্য্য নিত্যতীর্থানন্দ অবধূত৷ আচার্য্য ত্রিগুণাতীতানন্দ অবধূত, অসিত মাহাত, অনিল মাহাত, সেখ আলাউদ্দিন, জয়রাম চালক প্রমুখ৷
অনুষ্ঠান পরিচালনা করেন প্রশান্ত ভঁূইয়া সমরেশ মাহাত৷