সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২রা ও ৩রা সেপ্ঢেম্বর মেদিনীপুর ডায়োসিসের ঘাটাল ডিটের সেমিনার অনুষ্ঠিত হয় ঘাটাল আনন্দমার্গ স্কুলে৷ দুদিনের এই সেমিনারে আনন্দমার্গ দর্শনের বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত, আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত ও মেদিনীপুর ডি.এস আচার্য শিবপ্রেমানন্দ অবধূত৷ সেমিনারটি সফল করতে সর্বতোভাবে সাহায্য করেন স্কুলের প্রধান শিক্ষক রতন সামন্ত ও সহশিক্ষকবৃন্দ৷