পনের বছরের কিশোর বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল বাড়িতে বলেই৷ তারপর বেশ কয়েকদিন তার আর কোন খোঁজ মিলছিল না৷ বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা ফাহিমের পরিবারের লোকেরা ধরেই নিয়েছিল যে তাদের ছেলেকে নিশ্চই কেউ বা কারা পাচার করে দিয়েছে৷ অবশেষে সেই কিশোরের খোঁজ মিলল৷ তবে একেবারেই অন্যমুলুকে সুদূর মালয়েশিয়ায়৷ কিন্তু কিভাবে ছেলেটি ওখানে গেল?
মালয়েশিয়ার ক্লাং বন্দর থেকে সম্প্রতি তথ্য এসেছে বন্দর কর্মীদের কথানুযায়ী একটি জাহাজের কন্টেনারের মাল খালাস করার সময় তারা ছেলেটিকে পেয়েছে৷ দো ভাষীর মাধ্যমে তারা কিশোরটির কাছ থেকে জানতে পারে সে গত ১১ই জানুয়ারী চট্টগ্রাম বন্দর এলাকায় লুকোচুরি খেলতে গিয়ে সে একটি কন্টেনারে ঢুকে পড়ে৷ সেখানে হঠাৎ করেই তার চোখ লেগে যায়৷ ছেলেটি ঘুমিয়ে পড়ার কারণে কন্টেনারটি যে জাহাজে তোলা হয়েছে তাও টের পায়নি৷ কন্টেনার নিয়ে ছদিন পর জাহাজ মালয়েশিয়ায় পৌঁছায়৷ ক্লান্ত ও ক্ষুধার্ত বালকের চিকিৎসা শুরু হয় সে দেশে৷ ঘরের ছেলে এবার ভালোয় ভালোয় ঘরে ফেরার অপেক্ষা৷