ঘুষ কেলেঙ্কারীতে জর্জরিত ফিফা - ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে নানা জল্পনা

সংবাদদাতা
ক্রীড়া সংবাদদাতা
সময়

ফিফা ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতারকে অনুমোদন করেছে৷

সম্প্রতি জার্মান খবরের কাগজ ‘বিল্ড’ বলেছে---ফিফার তদন্তকারী সংস্থা যে রিপোর্ট চেপে গিয়েছে তা ‘বিল্ড’ জনসমক্ষে প্রকাশ করছে কয়েকটি পর্বে৷ প্রথম পর্বটি প্রকাশিত হওয়ার দেখা যাচ্ছে যে ফিফা নিজের দুর্নীতি ঢাকতেই রিপোর্ট প্রকাশ করেনি৷ ২০১৪ সালে ঠিক হয়ে যায় ২০২২-এর বিশ্বকাপ ফুটবল হবে কাতারে৷ এর আগে ২০১৮-র বিশ্বকাপের আয়োজক দেশ হিসাবে ‘বিড’ পায় রাশিয়া৷

জানা গেছে ফিফার এক্সিকিউটিভ বডির তিন সদস্য ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে ব্রাজিল ঘোরেন কাতারের অভিজাত অ্যাম্পায়ার স্পোর্টস একাডেমীর প্রত্যক্ষ সহায়তায় কাতার ফেডারেশনের এক প্রাইভেট বিমানে৷ আরও জানা গিয়েছে এক এক্সিকিউটিভের ১০ বছরের কন্যার অ্যাকাউণ্টে ২০ লক্ষ ডলার জমা পড়েছে৷ যার অর্থ দাঁড়াচ্ছে ২০২২ বিশ্বকাপ কাতার একরকম ফিফার থেকে কিনে নিয়েছে৷ ২০১৮-র বিশ্বকাপের ক্ষেত্রেও একই অভিযোগ রয়েছে৷ রাশিয়া বিভিন্নভাবে ফিফাকে প্রভাবিত করে বিশ্বকাপের আয়োজক দেশ হয়েছে৷

এই সব অভিযোগ যখন হয় তখন ফিফা নিজেই এর তদন্ত করবে বলে ঠিক করে৷ ঠিক হয় আমেরিকার আইনজীবী মাইকেল ‘গার্জিয়া’ নেতৃত্বে তদন্তটি সংঘটিত হবে৷ যথাসময়ে ৪৩০ পাতার তদন্ত রিপোর্ট জমা দেন গার্সিয়া৷ কিন্তু সেই রিপোর্টে কি বলা হয়েছিল তা প্রকাশ করেনি বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা৷ পরে জার্মান, সুইৎজারল্যাণ্ড প্রভৃতি দেশের সংবাদপত্রে ফিফার কিছু এক্সিকিউটিভের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে৷ ফিফা তখন তড়িঘড়ি একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করে দেয়---যেখানে ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের ‘বিড’ পাইয়ে দেওয়ার কথা বলা হয়নি৷ সঙ্গে সঙ্গে আমেরিকার তদন্তকারী দলের প্রধান গার্সিয়া পদত্যাগ করেন৷ এতে একরকম প্রমাণ হয়ে যায় যে গার্সিয়া যে রিপোর্ট দেন তা গোপন রাখা হয়েছে৷ ফিফার এক্সিকিউটিভদের বিরুদ্ধে এ হেন ঘুষ কেলেঙ্কারীর খবর আগেও বেরিয়েছে৷ কিন্তু ফিফা তাতে আমল দেয়নি৷ তাই যা হবার তাই হবে---২০১৮ বিশ্বকাপ তো রাশিয়াতেই হবে আর সম্ভবতঃ অকাট্য প্রমাণ পাওয়া গেলেও ফিফা কাতারেই ২০২২ বিশ্বকাপের আসর হবে৷