শিলিগুড়ি ঃ দার্জিলিংয়ে বিমল গুরুংয়ের সমর্থকরা যখন আবার এখানে অশান্তি পাকানোর জন্যে মরিয়া হয়ে উঠেছে, গুরুং বাহিনীর গুলিতে রাজ্য পুলিশের সাব ইনসপেক্টর অভিতাভ মালিক নিহত হয়েছেন, এই অশান্ত পরিস্থিতিতেকেন্দ্র হঠাৎ করে পাহাড়ে মোতায়েন ১৫ কোম্পানী কেন্দ্রীয় বাহিনীর ১০ কোম্পানী বাহিনী প্রত্যাহার করে নেওয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করল৷ এই পরিস্থিতিতে ক্ষুদ্ধ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে যোগাযোগ করে এই সেনা প্রত্যাহারে তাঁর আপত্তির কথা জানান ৷ কিন্তু কেন্দ্র তার সিদ্ধান্তে অনড় থাকে৷
তখন রাজ্যসরকার হাইকোর্টের কেন্দ্রীয় বাহিনীর প্রত্যাহারের প্রতিবাদে আবেদন করেন৷ তিনি আদালতে বলেন, ‘স্রেফ রাজনৈতিক কারণে এই বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ রাজ্যকে না জানিয়ে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী৷ এই সিদ্ধান্ত সাংবিধানিক ও অগণতান্ত্রিক৷’
হাইকোর্ট তখন (১৭ই অক্টোবর) এই বাহিনী প্রত্যাহার স্থগিত ঘোষণা করে৷ হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যাণ্ডন ও বিচারপতি দেবাংশু বসাকের পূজাবকাশকালীন বেঞ্চ এই রায় দান করে জানিয়েছেন, আগামী ২৭ শে অক্টোবর কেন্দ্রকে জানাতে হবে, কেন তাঁরা হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন৷