হাওড়া আমতায় সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৫,৬,৭ই আগষ্ট হাওড়া জেলার আনন্দমার্গ স্কুলে দ্বিতীয় ডায়োসিস স্তরের সেমিনার  অনুষ্ঠিত হয়৷ হাওড়া ও হুগলী জেলার মার্গীভাই বোন সেমিনারে উপস্থিত ছিলেন৷ তিনদিনের এই আলোচনা সভায় আনন্দমার্গ দর্শনের সামাজিক,অর্থনৈতিক ও আধ্যাত্মিক বিষয়ের ওপর আলোচনা করেন আচার্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত৷

দ্বিতীয় ৬ই আগষ্ট অপরাহ্ণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আমতা শহর পরিক্রমা করে বাসস্ট্যাণ্ডে সমবেত হয়৷ সেখানে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আচার্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত, লক্ষ্মীকান্ত হাজরা, গোপা শীল, মহাব্রত দেব প্রমুখ৷ সেমিনার উপলক্ষ্যে কৌশিকী নৃত্য প্রতিযোগিতায় ১ম,২য়,৩য় হয় শ্রীমতি দীপ্তি বিশ্বাস, ঝর্ণা সামন্ত ও অঞ্জনা সাহা৷  ডায়োসিসের সচিব আচার্য সুবিকাশানন্দ অবধূত বিভিন্ন সাংঘটনিক কর্মসূচি ঘোষণা করেন৷ সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনা করেন জেলার ভুক্তিপ্রধান সুব্রত সাহা৷