গত ১২ই সেপ্ঢেম্বর হাওড়া শিবপুর চ্যাটার্জী হাটে অবস্থিত আনন্দমার্গের মহিলা বিভাগ পরিচালিত স্কুলে আনন্দমার্গের এক সেমিনার অনুষ্ঠিত হয়৷ এই সেমিনারে আচার্য অভিব্রতানন্দ অবধূত আনন্দমার্গের আদর্শ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, আনন্দমার্গের আদর্শ হল- ‘আত্মমোক্ষার্থম্ জগদ্বিতায় চ’ --- আত্মার মুক্তি ও জগতের কল্যাণ ৷ প্রকৃতপক্ষে সমস্ত মানুষেরই এই আদর্শ৷ মানুষ যদি এই আদর্শ থেকে চ্যুত হয় তাহলে মানুষের জীবন হয়ে উঠবে দিশাহীন, আর তখন মানুষের জীবনে বিপর্যয় নেমে আসে৷ মানুষের দিশাহীন জীবনের কারণেই আজ সমাজে এত সমস্যা৷ এছাড়াও তাঁরা আনন্দমার্গের আদর্শ ও বহুমুখী সমাজসেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন৷
চালিধাউরিয়া ঃ গত ৩রা সেপ্ঢেম্বর হাওড়া জেলার উলুবেড়িয়া ডিটের ডিট স্তরের সেমিনার বাগনানের চালিধাউড়িয়ায় অনুষ্ঠিত হয়৷ এখানেও আচার্য অভিব্রতানন্দ অবধূত আনন্দমার্গের আদর্শের ওপর আলোচনা করেন৷ আচার্য পরিতোষানন্দ অবধূত তান্ডব ও কৌষিকী নৃত্যের উপযোগিতার ওপর আলোচনা করেন৷ এরপর আচার্য নিত্যপ্রজ্ঞানন্দ অবধূত , অবধূতিকা আনন্দ রূপলীলা আচার্যা ও আনন্দ চিরমধুরা আচার্র্যর সহযোগিতায় সেমিনারে উপস্থিত সবাই তান্ডব ও কৌশিকী নৃত্যে অংশগ্রহণ করেন৷ এই দুই নৃত্যের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেমিনারটি সাফল্যমন্ডিত হয়৷
বিকিহাকোলা ঃ গত ১৭ই আগষ্ট রাণিহাটির সন্নিকটে-বিকিহাকোলা গ্রামে ভুক্তিপ্রধান সুব্রত সাহার বাসভবনে আনন্দমার্গের এক তত্ত্বসভার আযোজন করা হয়৷ মহাব্রত দেবের পরিচালনায় অনুষ্ঠিত এই তত্ত্বসভায় আচার্য নিত্যপ্রজ্ঞানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ চিরমধুরা আচার্যা, আনন্দ রূপলীলা আচার্যা প্রমুখ আনন্দমার্গের সাধনার ওপর আলোচনা করেন৷ আলোচনান্তে দশজন আনন্দমার্গের যোগসাধনা শেখেন৷