হাওড়ায় আমরা বাঙালীর জেলা সম্মেলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৩০শে জুলাই ঃ আমরা বাঙালীর হাওড়া জেলার পক্ষ থেকে গত ৩০শে জুলাই আমতা বালিকা বিদ্যালয়ে জেলা  সম্মেলন অনুষ্ঠিত হয়৷ প্রায় দেড়শতাধিক আমরা বাঙালীর কর্মী-সমর্থক প্রাকৃতিক  দুর্র্যেগ  উপেক্ষা করে সম্মেলনে উপস্থিত হন৷ সম্মেলনে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীণ প্রাউটিষ্ট ও আমরা বাঙালীর নেতা শ্রীবেচারাম বর, অনুষ্ঠানের  শুরুতে উদ্ধোধনী সঙ্গীত,  ‘বাংলা আমার দেশ’’ গানটি  পরিবেশন করে  শ্রীমতী সুপ্রিয়া ভৌমিক৷ তারপর প্রয়াত আমরা বাঙালীর প্রবীণ নেতা অনিলবরণ দাস, মহানন্দ মন্ডল  ও নেত্রী শ্রীমতী শান্তি দিদির  স্মরণে ১মি: নীরবতা পালন করা হয়৷  এরপর গত তিনবছরের কাজের প্রতিবেদন পাঠ করেন শ্রী অর্ণব কুন্ডু চৌধুরী, তারপর বক্তব্য রাখেন কেন্দ্রীয় সচিব শ্রীবকুল চন্দ্র রায়৷ তিনি বর্তমান দার্জিলিং-এর অগ্ণিগর্ভ অবস্থার জন্য দায়ী বিমল গুরুংকে  অবিলম্বে গ্রেফতারের দাবী করেন ও বাঙলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সমস্ত বাঙালীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সামিল হতে আহ্বান করেন৷ এরপর বক্তব্য রাখেন  আমরা বাঙালীর কেন্দ্রীয় সাংসৃকতিক সচিব শুভেন্দু ঘোষ৷ তাছাড়া বক্তব্য রাখেন আমরা বাঙালীর এল.এফ.টি শ্রী বিভূতি দত্ত, হাওড়া জেলার সাংঘটনিক সচিব উৎপল কুন্ডু চৌধুরী, ছাত্রনেতা কৌস্তভ সাহা, যুবনেতা প্রদীপ খাঁড়া ও বাঙালী মহিলা সমাজের নেত্রী শ্রীমতী গোপা শীল৷   বাংলার উপর প্রভাত সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, অতুলপ্রসাদের বিভিন্ন গান গেয়ে সকলকে মুগ্দ করেন স্পান্দনিক শিল্পী শ্রীমতী সুপ্রিয়া ভৌমিক৷ সভাপতি শ্রী বেচারাম বর মহাশয়ের বক্তব্যের শেষে আগামী তিন ব্যৎসরের জন্য একটি শক্তিশালী কমিটি গঠিত হয়৷ নিম্নোক্ত কর্মীদের নিয়ে হাওড়া জেলা কমিটি গঠিত হল৷

১)   জেলা সচিব---রামচন্দ্র মান্না৷ ২)    যুগ্মসচিব-নরহরি মন্ডল৷ ৩)  সাংঘটনিক সচিব-উৎপল কুন্ডু চৌধুরী৷ ৪) কার্র্যলয় অধ্যক্ষ প্রদীপ খাঁড়া৷ ৫)  অর্থসচিব-অর্ণব কুন্ডু চৌধুরী৷ ৬) উন্নয়ন সচিব-প্রদ্যুৎ মান্না৷ ৭)  প্রচার ও সংযোগ  সচিব- সুভাষ মন্ডল৷ ৮) সাংসৃকতিক সচিব-সুপ্রিয়া ভৌমিক৷ ৯) আন্দোলন সচিব - নবকুমার কোলে৷ ১০) বাঙালী মহিলা সমাজের সচিব-গোপা শীল৷ ১১)     সদস্য-দিবাকর যাদব৷ ১২) সদস্যা---ঝুম্পা দেয়াশী৷ ১৩) সদস্য- হরপ্রসাদ পাল৷ ১৪) অমল ঘোষ ৷ ১৫) টিনা কোলে৷ ১৬) দীপা দলুই ও ১৭) শঙ্কর সরকার

সমস্ত অনুষ্ঠানটি দক্ষতার সাথে পরিচালনা করেন শ্রী অর্ণব কুন্ডু চৌধুরী৷

সবশেষে মিলিত আহারের পর এক বিরাট শোভাযাত্রা আমতা শহরের বিভিন্ন এলাকায় পরিক্রমা করে হাওড়া বাসস্ট্যান্ডে একটি পথসভায় জমায়েত হয় ‘উক্ত পথ সভায় বক্তব্য রাখেন শ্রী অর্নব কুন্ডু চৌধুরী, প্রদীপ খাঁড়া, উৎপল কুন্ডু চৌধুরী,  এল. এফ. টি. বিভূতি দত্ত, বিপ্লব শীল ও শ্রীমতি গোপা শীল৷