সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২রা অক্টোবর আমতা ২নং ব্লকের দক্ষিণ ভাটোরা গ্রামে আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টীমের পক্ষ থেকে বন্যায় বিপর্যস্ত মানুষদের বিভিন্ন খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়৷ সেই সঙ্গে একটি স্বাস্থ্য শিবির খুলে অসুস্থ মানুষজনের চিকিৎসা করা হয় ও ঔষধ দেওয়া হয়৷ ওই স্বাস্থ্য শিবিরে শতাধিক মানুষের চিকিৎসা করা হয়৷ চিকিৎসা করেন ডাঃ চাঁদমোহন পাল ও শেখ রাজা, অবধূতিকা আনন্দরসধারা আচার্যা, আচার্য মহাব্রত ব্রহ্মচারী, আচার্যা লোপামুদ্রা ব্রহ্মচারিনী৷ সহযোগিতা করেন ভারতী কুণ্ডু, অসিত মণ্ডল প্রমুখ৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলার ভুক্তিপ্রধান সুব্রত সাহা৷