সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৬ই সেপ্ঢেম্বর হাওড়া জেলার ডোমজুর ব্লকের খটির বাজার আনন্দমার্গ আশ্রমে কৌষিকী দিবস পালন করা হয়৷ প্রসঙ্গত মার্গগুরু দেব শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ১৯৭৮ সালের ৬ই আগষ্ট মূলত মহিলাদের জন্যে কৌষিকী নৃত্যের প্রবর্তন করেন৷ তবে পুরুষরাও এই নৃত্য করতে পারবে৷ প্রতি বছর বিশ্বের সর্বত্র ৬ই অগাষ্ট কৌষিকী দিবস পালন করা হয় এদিন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অবধূতিকা আনন্দ কিশলয়া আচার্য, ভুক্তি প্রধান সুব্রত সাহা কৌষিকী দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন৷ সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সুশান্ত শীল৷