গত ৩রা জুলাই হাওড়া জেলার মার্গী সম্মেলন অনুষ্ঠিত হয় রাণীহাটী আনন্দমার্গ স্কুলে৷ জেলার শতাধিক মার্গী ভাইবোন সম্মেলনে উপস্থিত ছিলেন৷ হুগলী ডায়োসিস সচিব আচার্য সুবিকাশানন্দ অবধূত বর্তমান সামাজিক অর্থনৈতিক পরিস্থিতিতে মার্গীদের দায়ীত্ব ও কর্তব্য সম্বন্ধে সচেতন করেন ও আনন্দমার্গ আদর্শের ব্যাপক প্রচার ও প্রসারে বিভিন্ন পরিকল্পনার কথা বলেন৷ সম্মেলনে তাণ্ডব ও কৌষিকী নৃত্য প্রতিযোগিতা হয়৷ প্রতিযোগিতায় ১ম,২য় ও ৩য় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়৷ জেলায় মার্গীদের বাড়ীতে বাড়ীতে পর্যায়ক্রমে ১০০০ ঘন্টা ‘ৰাৰা নাম কেবলম’’ কীর্ত্তনের কর্মসূচী নেওয়া হয়৷ আগামী ২৮শে আগষ্ট রাণীহাটীতে প্রভাতসঙ্গীত প্রতিযোগিতা ও ১৫ই আগষ্ট ভি.এস.এসের পক্ষ থেকে হাসপাতালে ফলবিতরণের কর্মসূচী নেওয়া হয়৷ সম্মেলনে উপস্থিত থেকে সর্বতভাবে সাহায্য করেন অমিয় পাত্র, অবধূতিকা আনন্দ রত্নপ্রভা আচার্যা, অবধূতিকা আনন্দ কৃষ্ণপ্রভা আচার্যা প্রমুখ৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়