হাওড়ায় মার্গীয় বিধিতে গৃহপ্রবেশ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৩রা ডিসেম্বর, হাওড়া জেলার বাগনানে বিশিষ্ট আনন্দমার্গী মণিকা ঘোড়ুই-এর  নবনির্মিত বাসভবনে প্রবেশ অনুষ্ঠান আনন্দমার্গে চর্যাচর্য বিধি অনুযায়ী সম্পন্ন হয়৷ এই উপলক্ষ্যে ৬ঘন্টাব্যাপী অখণ্ড ৰাৰা নাম কেবলম্‌ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত ঈশ্বর প্রণিধানের পর কীর্ত্তন মাহাত্ম্য ও  আনন্দমার্গের সমাজশাস্ত্রের ওপর বক্তব্য রাখেন বকুল রায়, সুব্রত সাহা, মহাব্রত দেব, অবধূতিকা আনন্দ চিরমধুরা আচার্যা, অবধূতিকা আনন্দরত্নদীপা আচার্যা প্রমুখ৷ এরপর গৃহপ্রবেশ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন  হুগলী ডায়োসিস সচিব আচার্য সুবিকাশানন্দ অবধূত৷ গৃহবাসী মণিকা ঘোড়ুই ও নিশিকান্ত ঘোড়ুই উপস্থিত সকলকে মধ্যাহ্ণ ভোজনে আপ্যায়ন করেন৷