হাওড়ায় নীলকন্ঠ দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হাওড়া ঃ গত ১২ই ফেব্রুয়ারী নীলকন্ঠ দিবস উপলক্ষ্যে ভুক্তিপ্রধান শ্রীসুব্রত সাহার উদ্যোগে একটি অটোতে মাইক লাগিয়ে,রানীহাটি মানিকপীর, আমতা কলাতলা, কলেজ মোড়, ঝিখিরা, উদং, তুলসীবেড়িয়া, উলুবেড়িয়া হাকোলা প্রভৃতি জেলার গুরুত্বপূর্ণ স্থানে সভা করে নীলকন্ঠ দিবসের তাৎপর্য ও মার্গের আদর্শ তুলে ধরা হয়৷ বক্তা ছিলেন ভুক্তি প্রধান শ্রী সুব্রত সাহা, মহাব্রতদেব, আচার্য স্বরূপ ব্রহ্মচারী, ভারতী কুণ্ডু দীপ্তি বিশ্বাস প্রমুখ৷

নীলকন্ঠ দিবস স্মরণে বাগনানের বাক্সীতে শ্রীচাঁদমোহন পালের বাড়ীতে প্রভাত সঙ্গীত ও তিনঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন আচার্য শুভপ্রসন্নানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ রূপালীনা আচার্যা, নীলকন্ঠ দিবসের ঘটনা ও  তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন শ্রী বকুল রায়৷ গৃহস্বামী শ্রী চাঁদমোহন পাল দুঃস্থদের মাঠ শীত বস্ত্রবিতরণ ও নারায়ণ সেবার আয়োজন করেছিলেন৷