১৯৭৯ সালের ১৬ই জানুয়ারী হাওড়া জেলার উলুবেড়িয়া শহরে মার্গগুরুদেব শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী ধর্ম মহাসম্মেলন উপলক্ষ্যে পদার্পণ করেছিলেন৷ সেই উপলক্ষ্যে হাওড়া জেলার মার্গীভাইবোনেরা প্রতিবছর এইদিনটি উলুবেড়িয়া শহরে পদার্পণ দিবস পালন করেন৷
এই বছর শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর জন্ম শতবর্ষ উপলক্ষ্যে বর্ষব্যাপী কর্মসূচী নিয়েছে হাওড়া ভুক্তি কমিটি৷ গত ১৬ই জানুয়ারী, উলুবেড়িয়ায় জেলার মার্গী ভাইবোনেরা সমবেত হয়েছিলেন৷ অনুষ্ঠানের সূচনায় প্রভাত সঙ্গীত, কীর্ত্তন ও মিলিত সাধনার পর পদার্পণ দিবস অনুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠানের শুরুতে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী ঐ দিন যে প্রবচন দিয়েছিলেন তা পাঠ করে শোনান জেলার ভুক্তিপ্রধান সুব্রত সাহা৷ প্রবচনের বিষয় ছিল নিদ্রা,তন্দ্রা, ভয়, ক্রোধ, আলস্য ও দীর্ঘ সূত্রতা৷ মানুষের ব্যষ্টিগত ও সামুহিক জীবনে সার্বিক কল্যাণ করতে হলে, এই ষোড়দোষ থেকে মানুষকে দূরে থাকবে হবে৷
এই দিনের তাৎপর্য গুরুত্ব বিষয় বক্তব্য রাখেন জেলার ভুক্তিপ্রধান শ্রী সুব্রত সাহা ও অবধূতিকা আনন্দকৃষ্ণপ্রভা আচার্যা৷ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আচার্য চিন্ময় ব্রহ্মচারী ব্রহ্মচারীনী রত্নদীপা আচার্যা ও জেলার মার্গীভাইবোনেরা৷