প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য, গীত ও অঙ্কন প্রতিযোগিতার আসর বসে গত ৬ই আগষ্ট আমতা আনন্দমার্গ স্কুলে ও ৩রা সেপ্ঢেম্বর রানিহাটী আনন্দমার্গ আশ্রমে৷ উভয় স্থানে প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন৷ দুই কেন্দ্রের যোগ্যতা অর্জনকারীরা গত ২৪শে সেপ্ঢেম্বর কলিকাতায় আনন্দমার্গ কেন্দ্রীয় আশ্রমে চূড়ান্তপর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন৷ চূড়ান্ত প্রতিযোগিতায় আমতা কেন্দ্রের একজন ও রানিহাটী কেন্দ্রের তিনজন নবরত্ন পুরস্কার লাভ করে৷ অঙ্কন প্রতিযোগিতায় আমতা কেন্দ্রের সুব্রত কাঁড়ার ডি-বিভাগে ও রাণিহাটী কেন্দ্রের জয়ত্রী হাজরা বি-বিভাগে নবরত্ন পুরস্কার পায়৷
প্রাথমিক পর্বে আমতা কেন্দ্রের প্রতিযোগিতা পরিচালনা করেন স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক লক্ষ্মীকান্ত হাজরা ও তাঁকে সহযোগিতা করেন সহশিক্ষকবৃন্দ৷ রানিহাটী কেন্দ্রের প্রতিযোগীতা পরিচালনা করেন ভুক্তিপ্রধান সুব্রত সাহা ও স্থানীয় ইয়ূনিটের কর্মীবৃন্দ৷ সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অমিয় পাত্র৷