হাওড়ায় সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৬ই ফেব্রুয়ারী হাওড়া লিলুয়ার বিরাডিঙ্গী আনন্দমার্গ আশ্রমে একদিনের সেমিনার অনুষ্ঠিত হয়৷ সেমিনারে প্রশিক্ষক ছিলেন, মহাব্রত ব্রহ্মচারী ও অমিয় পাত্র৷ অনুষ্ঠানটির আয়োজক ছিলেন স্থানীয় সক্রীয় কর্মী তপন মান্না৷ ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন মিলিত ঈশ্বর প্রণিধান ও স্বাধায়ের পর আলোচনা সভা শুরু হয়৷ স্বাধ্যায় করেন ভারতী কুণ্ডু৷ জেলার বরিষ্ট আনন্দমার্গী শ্রীবকুলচন্দ্র রায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন৷

গত ২৩শে ফেব্রুয়ারী হাওড়ার জগৎবল্লভপুর বালিয়ায় অনুরূপ সেমিনার অনুষ্ঠিত হয়৷ সেমিনারের প্রশিক্ষক ছিলেন বকুলচন্দ্র রায় ও আচার্য দেবেশানন্দ অবধূত৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন আচার্য রঞ্জিতা ব্রহ্মচারিনী৷ সহযোগিতায় ছিলেন ভুক্তিপ্রধান সুব্রত সাহা৷ সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা ছিলেন মহাব্রত ব্রহ্মচারী৷