সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১১ই ফেব্রুয়ারী’২৪ হাওড়ার আমতার গুজারপুর নিবাসী প্রবীন আনন্দমার্গী বেচুরাম বরের স্ত্রী মায়া বরের শ্রাদ্ধানুষ্ঠান আনন্দমার্গীয় বিধি অনুযায়ী ওনার বাসভবনে অনুষ্ঠিত হয় পৌরহিত্য করেন আনন্দ কিশলয়া আচার্যা, বক্তব্য রাখেন বকুল রায়৷ শ্রাদ্ধ সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য দেবেশানন্দ অবধূত, স্মৃতিচারণ করেন শুভম দেব, প্রবীর বিশ্বাস, দীপ্তি বিশ্বাস৷ স্বাধ্যায় পাঠ ও অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ভুক্তি প্রধান সুব্রত সাহা৷ অনুষ্ঠানে উপস্থিত থেকে সহযোগিতা করেছেন অমিয় পাত্র, বিজলী মন্ডল, ভারতী কুন্ডু,মাধব মাইতি,মায়া বর, নিশীত রীত, মহাব্রত ব্রহ্মচারী ও হারাধন পাল এবং আনন্দ রসধ্যানা আচার্যা৷ মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের সুবন্দোবস্ত করে ছিলেন পুত্র গনেশ বর৷