হাওড়ায় যোগ স্বাস্থ্য শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হাওড়ার মৌড়ীরপাবলিক লাইব্রেরীতে একটি যোগ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল৷ ব্যবসাপনায় ছিলেন সুশান্ত শীল৷ অনুষ্ঠানের শুভ সূচনা করেন আচার্য বিকাশানন্দ অবধূত৷ আনন্দ মধুপর্ণা দি ও আনন্দ রুপলীনা দি উভয়েই যোগের উপর ক্লাস নেন৷ মেয়েদের জন্য আলাদা জায়গায় ক্লাসের সুব্যবস্থা ছিল৷ পুরুষ দের জন্য আসন শেখান আচার্য সুবোদ্ধানন্দ অবধূত৷ বিকাশানন্দ দাদার বক্তব্য অনুষ্ঠানটিকে আলাদা মর্যাদা এনে দিয়েছে৷ আনন্দ রেখাদি অনুষ্ঠানে যথেষ্ট সহযোগিতা করেছেন৷ মার্গী ও নন মার্গীরা উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করেন৷ অনুষ্ঠানে সম্ব্যদ্ধিত হয় বিভিন্ন ইভেন্টে দীস্তি বিশ্বাস, ভারতী কুন্ডু, অর্পনা বৈতালিক, তপন মান্নার অনুপস্থিতিতে নিশীথ রীত সম্ব্যদ্ধিত হয়৷ সকালে ও দুপুরে সুন্দর নিরামিষ সুস্বাদু স্বাস্থ্য সম্মত আহারে প্রত্যেক কে আপ্যায়ন করা হয়৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুশান্ত শীল৷ প্রতিনিধিদের অভ্যর্থনা জানানোর দায়িত্বে ছিলেন কৌশিক খাটুয়া৷