সংবাদদাতা
পি.এন.এ.
সময়
সম্প্রতি ইরমার প্রচন্ড তান্ডবে ক্যারিবিয়ান উপকূলের সেন্টবার্র্থেলেমি ও সেন্ট মার্টিন নামে দুটো দ্বীপে ব্যাপক তান্ডবে ৬০ শতাংশ ঘর বাড়ি ধবংস হয়েছে৷ এ পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ এছাড়া ইরমা ‘ভার্জিন’ ও ‘পূয়ের্র্তেরিকো’ এলাকাকে ধবংসের হাত থেকে বাঁচতে দেয়নি৷