হিজাবের জন্য মৌলবী পাগড়ি ফেলে দিয়ে সরকারের প্রতি প্রতিবাদ ইরানের পড়ুয়াদের

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

ইরান সরকারের হিজাব নিয়ে কড়াকড়ির বিরোধিতায় আন্দোলন এমনিতেই চরম আকার নিয়েছে৷ ক্ষোভ আরও বাড়িয়েছে নীতি-পুলিশি৷ সেই আন্দোলনের অঙ্গ হিসেবে ধর্মের নামে বাড়াবাড়ি রুখতে  মৌলবীদের ই নিশানা  করেছে তরুণ প্রজন্ম৷

সম্প্রতি ইরানের বেশ কিছু ভিডিও পাওয়া গেছে,  যেখানে সরকার বিরোধিতায় স্কুল পড়ুয়ারা মৌলবীদের পাগড়ি ফেলে দিচ্ছে মাথা থেকে৷ হাজার হাজার নিরীহ প্রতিবাদীর প্রাণ কেড়ে নিয়েছে সরকার৷ তারই প্রতিবাদ জানানো হচ্ছে এ ভাবে৷ দেশে পশ্চিমাংশের শহর হামেদানের একটি ভিডিয়ো প্রসঙ্গে  এক ইন্টারনেট ব্যবহার কারী ‘নতুন গেম’ বলে চিহ্ণিত করেছেন৷ ‘ঠিক ভাবে’ হিজাব না পরায় সেপ্ঢেম্বর মাসে বছর ২২-মাশা আমিনিকে গ্রেপ্তার করে ইরানের নীতি পুলিশ৷ পরে মৃত্যু হয় ওই  তরুণীর৷ এর প্রেক্ষিতে বহু মহিলা পথে নেমে হিজাব পুড়িয়ে, চুল কেটে বিক্ষোভ দেখান৷ এই আন্দোলন চলতে ই থাকে এক দেশ থেকে অন্য দেশেও এর আঁচ পড়তে থাকে৷ গত সোমবারও কোঝিকোড় টাউন হলের সামনে প্রায় ৫০ জন মুসলিম মহিলা হিজাব পুড়িয়ে প্রতিবাদ জানান৷