হিমাচল প্রদেশে প্রথম বাঘের দেখা মিলল - উচ্ছ্বাস চার রাজ্যে

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ২০শে ফেব্রুয়ারী হিমাচল প্রদেশের বন্যপ্রাণীর ইতিহাসে প্রথমবার ক্যামেরা ট্রাপে ধরা পড়ল বাঘের ছবি৷ সিমলা বনবিভাগ সংলগ্ণ সিম্বলকরা জাতীয় উদ্যানে পূর্ণবয়স্ক ওই বাঘের পদচারণার ছবিতে উচ্ছ্বসিত বন্যপ্রাণী বিশেষজ্ঞরা৷ তাদের মতে বাঘটি নিশ্চিতভাবেই উত্তরাখণ্ডের রাজাজি জাতীয় উদ্যান থেকে বহু পুরোনো এক করিডর ধরে এ তল্লাটে এসেছে৷ যা কয়েক দশক আগে জাতীয় সড়ক আর জনবসতির চাপে প্রায় নিশ্চিহ্ণ হতে বসেছিল৷ সিমলা বন বিভাগের ডি.এফ.ও রবিশংকর কুমার মঙ্গলবার বাঘের ক্যামেরা ট্র্যাম্প ছবিটি  ট্যুইটারে পোষ্ট করেছিল,

ঘটনাচক্রে জাতীয় বাঘ সংরক্ষণ কর্ত্তৃপক্ষের কাছে একাধিবার হরিয়ানা-হিমাচল-উত্তরাখণ্ড - উত্তর প্রদেশ কে নিয়ে বাঘ বাঁচানোর বিশেষ প্রকল্প গ্রহণের প্রস্তাব গিয়েছে৷ সেই প্রস্তাব এখনো আলোচনা স্তরেই রয়েছে৷