হিন্দীভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে গোটা বাঙালীস্তান জুড়ে স্মারকলিপি প্রদান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১১ই নভেম্বর,২০২২ দক্ষিণ২৪রগণার জেলা শাসকের দপ্তরে (আলিপুরে) আমরা বাঙালীর তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে৷

আলিপুরে জেলাশাসকের দপ্তরে স্মারক দেন দক্ষিণ ২৪ পরগণারজেলা সচিব শ্রী সুবোধরঞ্জন কর, জয়ন্ত দাশ, জ্যোতিবিকাশ সিনহা সহ অন্যান্য আমরা বাঙালীর নেতৃবৃন্দ৷ পরে কার্র্যলয়ের বাইরে ও হাজরা মোড়ে আমর বাঙালীর প্রতিবাদ সভাতে হিন্দী আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন৷

কোচবিহার ঃ গত ১১ই নভেম্বর,২০২২‘আমরা বাঙালী’ কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে কোচবিহার জেলাশাসকের মারফৎ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে৷  বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহণ করেন সর্বশ্রী সুবোধচন্দ্র বর্মন, নরেশচন্দ্র রায়,তপোময় বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ৷ বিক্ষোভ মিছিলের পরে অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করা হয়৷

জামশেদপুর,টাটানগর ঃ গত ১১ই নভেম্বর,২০২২ ‘আমরা বাঙালী’ পূর্বসিংভূম জেলা কমিটির পক্ষ থেকে পূর্বসিংভূম  কালেক্টর মারফৎ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে৷  বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহণ করেন সর্বশ্রী অঙ্গদ মাহাত, ধরনী মাহাত, আশিষ নাগচৌধুরী, সুশীল মাহাত, মোহরলাল রজক, ইন্দ্রজিৎ মাহাত, কর্ণ দেব প্রমুখ৷

মুর্শিদাবাদ, বহরমপুর ঃ গত ১১ই নভেম্বর,২০২২ ‘আমরা বাঙালী’ মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলাশাসকের মারফৎ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহের নিকট স্মারকলিপি প্রদান ও একটি মিছিলের আয়োজন করা হয়৷ বিক্ষোভ কর্মসূচীতে ও পথসভাতে অংশগ্রহণ করেন সর্বশ্রী  স্বপন কুমার মণ্ডল (জেলা সচিব), নিতাই মণ্ডল, দিব্যেন্দু চৌধুরী, সমতট সচিব অরূপ মজুমদারসহ অনান্য নেতৃবৃন্দ৷

হুগলীঃ গত ১৪ই নভেম্বর ‘আমরা বাঙালী’ হুগলী জেলা কমিটির পক্ষ থেকে হুগলী জেলাশাসকের মারফৎ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ চুঁচুঁড়ার ঘড়ির মোড় থেকে মিছিল করে জেলাশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন সর্বশ্রী জয়দেব গুচ্ছাইত (জেলা সচিব), দেশবন্ধু মাইতি, রামকমল দাস,চিন্ময় তোষ, মিলি দাস, কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিনহা, সাংঘটনিক সচিব জয়ন্ত দাশ প্রমুখ৷ বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহণ করেন জ্যোতিবিকাশ সিনহা, জয়ন্ত দাশ, মোহন অধিকারী, শেখরচন্দ্র সাহা, দেশবন্ধু মাইতি, জয়দেব গুচ্ছাইত প্রমুখ৷

জলপাইগুড়িঃ গত ১৪ই নভেম্বর,২০২২ ‘আমরা বাঙালী’ জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে জলপাইগুড়ি জেলাশাসকের মারফৎ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে৷  বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহণ করেন শ্রী নীরোধ অধিকারী, ঈশ্বর বাড়ৈ,অশ্বিনী সরকার, নরেশচন্দ্র রায় ও তপোময় বিশ্বাস৷

সরাইকেলাঃ গত ১১ই নভেম্বর,২০২২ ‘আমরা বাঙালী’ সরাইকেলা জেলা কমিটির পক্ষ থেকে সরাইকেলা জেলাশাসকের মারফৎ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে৷  বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহণ করেন সর্বশ্রী সুনীলচন্দ্র মাহাত, জয়মোহন সিং সর্দার, দীনবন্ধু মাহাত, তাপস মাহাত, মহাদেব মাহাতো, সোনারাম মাহাত, দিগম্বর সিং, ডাঃ প্রধান, শম্ভূ মাহাত, সুক্রা সাউ, উমেশ মাহাত৷