সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে ১৯৩৩ সালে ২৬শে জুলাই জার্র্মনীর একটি ষ্টেডিয়ামের নাম রাখা হয় অ্যাডলফ-হিটলার কাম্ফবান৷ নাম ছিল স্টুটগার্ট ফুটবল স্টেডিয়াম৷ স্টুটগার্ট সরে হিটলার স্থান নিল হিটলারের জীবদশাতেই৷
২০২১ সালের গত ২৪শে ফেব্রুয়ারী গুজরাটের মোতেরায় সর্দার বল্লভভাই পটেলের নামাঙ্কিত স্টেডিয়াম সর্দারকে সরিয়ে নাম হলো নরেন্দ্রমোদি স্টেডিয়াম৷ প্রধানমন্ত্রীর নামে স্টেডিয়াম,উদ্বোধনে রাষ্ট্রপতি৷ তবে তিনি একা নন,স্টেডিয়ামের দুই প্রান্তের নাম প্রধানমন্ত্রীর আত্মনির্ভরতার সহায়ক আম্বানি এণ্ড আদানি এণ্ড৷
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জার্র্মনের এই স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয় সেঞ্চুরি স্টেডিয়াম৷ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশে কি হবে তার জন্য অপেক্ষায় থাকতে হবে জনগণকে৷