সংবাদদাতা
পি.এন.এ.
সময়
ক্রালপোরার ব্লক মেডিক্যাল অফিসার ডাঃ মীর মহম্মদ সফি জানিয়েছেন,জন্মু কশ্মীরের প্রত্যন্ত কেরান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শুক্রবার রাতে প্রসব সংক্রান্ত একাধিক জটিলতা নিয়ে এক অন্ত্বঃসত্তা ভর্তি হয়েছিলেন৷ কিন্তু প্রবল তুষারপাতের কারণে কুপওয়ারার বাকি অংশ থেকে কেরান বিচ্ছিন্ন হয়ে পড়েছিল৷ এই কারণে অন্য জায়গা থেকে ডাক্তাররাও আসতে পারছিলেন না৷ এমতাবস্থায় সহায় হয়ে দাঁড়াল হোয়াটস্এ্যাপ কল৷ ভিডিও কলে হাসপাতালে নার্সদের পরামর্শ দিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা৷ সেই পরামর্শ মেনে নার্সরা ওই অন্তঃসত্তার প্রসব করালেন৷