হুগলীর চাঁপাডাঙ্গা আনন্দমার্গস্কুলে সাংস্কৃতিক  অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২রা এপ্রিল  চাঁপাডাঙ্গা আনন্দমার্গ স্কুলের  সাংস্কৃতিক অনুষ্ঠান হয়৷ এই অনুষ্ঠানে সভাপতি  ছিলেন আচার্য বীতমোহানন্দ অবধূত, প্রধান অতিথি  বিকাশচন্দ্র  রায় ও বিশেষ অতিথি  শ্রী অনিমেষ ঘোষ৷ স্কুলের কচি-কাঁচারা বাংলা ছড়া, কবিতা, ইংরেজী রাইমস্, সংসৃকত  শ্লোক, প্রভাত সঙ্গীত ও প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য পরিবেশন করে ও ‘নীল সাগরের অতল তলে’ নাটকটিও মঞ্চস্থ করে৷

সভার প্রধান অতিথি ও বিশেষ অতিথি আনন্দমার্গের শিক্ষাব্যবস্থার  ওপর বক্তব্য রাখেন ও স্কুলের  পড়াশোণার প্রশংসা করেন৷

 সভাপতি বীতমোহানন্দজী আনন্দমার্গের  শিক্ষাব্যবস্থার বৈশিষ্ট্যের  ওপর বক্তব্য রাখেন৷  অনুষ্ঠানে স্কুলের কৃতি ছেলেমেয়েদের  পুরস্কার বিতরণ করা হয়৷

প্রিন্সিপ্যাল আচার্য সুবিকাশানন্দ অবধূত স্কুলের  প্রয়োজনে  এ বছর ৬ লক্ষ টাকা দিয়ে স্কুল বাসের ব্যবস্থা করেছেন৷