হুগলীর তারকেশ্বরে তত্ত্বসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

তারকেশ্বর  ঃ গত ২২শে সেপ্ঢেম্বর হুগলী জেলার তারকেশ্বর আনন্দমার্গ স্কুলে সকাল ১০-৩০ মিনিট থেকে প্রায় তিন ঘণ্টা ব্যাপী আধ্যাত্মিকতা ভিত্তিক জীবন চর্যা, আনন্দমার্গ দর্শন ও প্রাউটের অর্থনীতি সম্পর্কে একটি তত্ত্বসভা অনুষ্ঠিত হয়৷ তত্ত্বসভা শুরুর আগে মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়৷ অতঃপর প্রদীপ প্রজ্জ্বলন ও প্রভাতসঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ অভিভাবক শ্রীযুক্ত অমর সামুই মহাশয়৷ উপরোক্ত বিষয়গুলি সম্পর্কে আলোচনা করেন শ্রীযুক্ত শিবশঙ্কর পাল, জ্যোতিবিকাশ সিন্হা ও অভিরাম বাগ মহাশয়গণ৷ তত্ত্বসভায় প্রায় ৩০জন অভিভাবক ও অভিভাবিকাগণ অংশগ্রহণ করেন৷ তাঁরা অত্যন্ত মনোযোগ ও আগ্রহ সহকারে বক্তব্যগুলি শোনেন৷ অনেকে বর্তমান সমাজ, আনন্দমার্গ ও প্রাউটের সমাধান বিষয়ে প্রশ্ণ করেন ও বক্তাগণের উত্তরে সন্তোষ প্রকাশ করেন৷ সভাপতি তাঁর বক্তব্যে আনন্দমার্গের সেবাকার্য ও সাধনার বিষয়ে আলোকপাত করেন৷  তিনি আরও বলেন যে বর্তমান সমাজের সমস্ত সমস্যার সমাধান রয়েছে আনন্দমার্গ ও প্রাউটের বৈপ্লবিক চিন্তাধারায়৷ তাই সকলকে এই চিন্তাধারার সঙ্গে যুক্ত হতে আহ্বান জানান৷ সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন তারকেশ্বর আনন্দমার্গ স্কুলের শিক্ষকবৃন্দ৷ সবশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী সুব্রত দাশ মহাশয়৷