হুগলীতে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৩রা ডিসেম্বর হুগলী জেলার তারকেশ্বরের আলাটি গ্রামে তিনঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত ঈশ্বর প্রণিধান ও স্বাধ্যায়ের পর আনন্দমার্গ দর্শন ও কীর্ত্তন মাহাত্ম্য বিষয়ে বক্তব্য রাখেন আচার্য অভিব্রতানন্দ অবধূত৷ নারায়ণসেত্থবা দুঃস্থ মানুষের হাতে বস্ত্র বিতরণ করা হয়৷  অনুষ্ঠানে স্থানীয় পঞ্চায়েত প্রধান ও বহু গ্রামবাসী উপস্থিত ছিলেন৷ ১০ই ডিসেম্বর বাহির খণ্ডে ধনে খালি আনন্দমার্গ স্কুলের শিক্ষক শিবশেখর চ্যাটার্জীর বাসগৃহে তিনঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয় ও নারায়ণ সেবা করা হয়৷ উভয় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অবধূতিকা আনন্দ মধূপর্ণা আচার্যা৷