ইমাদপুরে সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৫,৬ ও৭ই মার্চ বীরভূম জেলার ইমাদপুরে আনন্দমার্গ স্কুলে  একটি আলোচনা সভাব  আয়োজন করা হয়েছিল৷  ডিট স্তরীয় এই আলোচনা  সভায় বীরভূম জেলার  বিভিন্ন প্রান্তের মানুষ  সমবেত হয়েছিলেন৷ প্রশিক্ষক ছিলেন আচার্য প্রসূনানন্দ অবধূত৷ তিনি মার্গের আধ্যাত্মিক সামাজিক ও অর্থনৈতিক বিষয়ের ওপর আলোচনা করেন৷ এই উপলক্ষ্যে ৬ই মার্চ একটি প্রকাশ্য সভার অনুষ্ঠিত হয়৷ এই সভায় আনন্দমার্গ দর্শনের বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য রাখেন আচার্য প্রসূনানন্দ অবধূত, আচার্য দেবোপমানন্দ অবধূত, শ্রী বংশীধর দাশ, মানবেন্দ্রনাথ ঘোষাল প্রমুখ৷