ইনারল্যাণ্ড পারমিট প্রথার  বিরুদ্ধে ‘আমরা বাঙালী’

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বেঙ্গল ইষ্টার্ন ফ্রন্টেয়ার রেজুলেশন, ১৮৭৩-এর ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা তাদের উপনিবেশিক স্বার্থে আই, এল, পি. চালু করেছিল৷ উত্তর পূর্ব ভারতের তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির লুসাইহিল (বর্তমানে মিজোরাম), নাগাহিলস্‌, অরুণাচল ইত্যাদি অঞ্চলে যাওয়া আসার ব্যাপারে আই.এল.পি.(ইনারল্যাণ্ড পারমিট) চালু করেছিল৷ ১৪০ বছরে সাম্রাজ্যবাদীদের তৈরী একটা আইন স্বাধীনতার ৭৫ বছর পরেও এটাকে মনিপুর রাজ্যে ২০১৯ সালে সম্প্রসারিত করে৷ অসম রাজ্যে কাছাড় জেলার নাগরিকদের চরম দুর্র্ভেগের মধ্যে ফেলা হয়েছে৷ তাই এই উপনিবেশিক আইন স্বাধীন ভারতবর্ষে চলতে পারে না৷ ইহা ভারতীয় জাতীয়তাবাদ দেশের অখণ্ড চেতনার পরিপন্থী বলে মনে করেন ‘আমরা বাঙালী’ দল৷ দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বকুলচন্দ্র রায় ভারতের সুপ্রীমকোর্টে একটি মামলা দায়ের করেছেন৷ এই মামলা সুপ্রীমকোর্টের জাসটিস আবদুল নাজির ও  জাসটিস কৃষ্ণ মুরারীর আদালতে সুনানী হবে৷ কেস নং-wp(c) no.--000741/2021) আগামী ৩রা জানুয়ারী, ২০২২ তারিখে সুপ্রীম কোর্টে সুনানীর জন্য গ্রহণ করা হয়েছে৷ এই মামলায় ‘আমরা বাঙালী’র পক্ষে অংশগ্রহণ করেন আইনজীবী ফুজাইল আহমেদ আয়ুবি৷ সেই সঙ্গে সুপ্রীমকোর্টে বরিষ্ঠ আইনজীবি সলমান কুর্সীদ সহযোগিতার আশ্বাস দিয়েছেন৷ আমরা আশাবাদী দেশের অখণ্ডতা ও জাতীয়তাবাদের স্বার্থে ন্যায় বিচার পাওয়া যাবে৷