ইসলামপুর,বরপেটা রোডে সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৩,২৪,২৫শে জুন আনন্দমার্গ প্রচারক সংঘের প্রথম দফার ষান্মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় কলিকাতা রিজিয়ান, উত্তরবঙ্গে ইসলামপুরে৷ উত্তর পূর্র্বঞ্চলের বরপেটা রোডে ও ভুবনেশ্বরে সম্বলপুর বারকোটে৷ এবারে আলোচনা সভায় আলোচ্য বিষয় ছিল ভাগবত ধর্ম, সাফল্যলাভের মূলীভূত কারণ,মাইক্রোবাইটাম ও মানবদেহে ও মনে তার প্রভাব ও দ্বন্দ্বাত্মক ভৌতিকতাবাদ৷ তাত্ত্বিক আলোচনা ছাড়া প্রত্যই প্রভাত সঙ্গীত, কীর্তন সাধনা ও সাংঘটনিক বিষয়ে আলোচনা হয়৷ ইসলামপুরে প্রশিক্ষক ছিলেন আচার্য সুতীর্থানন্দ অবধূত ও আচার্য কৃষ্ণপ্রসূনানন্দ অবধূত৷ বড়পেটায় ছিলেন আচার্য সুধাক্ষরানন্দ অবধূত ও আচার্য শুভমিত্রানন্দ অবধূত, বারকোটে আচার্য বিশুদ্ধত্মানন্দ অবধূত৷ এছাড়া দিল্লি সেক্টরে ব্যাঙ্গালোর বারাণসীতে সেমিনার অনুষ্ঠিত হয়৷