ইতালির উপকূলে নৌকাডুবিতে মৃত শরণার্থীদের তালিকায় ২৮জন পাকিস্তানী

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ২৬শে ফেব্রুয়ারী, রবিবার ইতালির উপকূলে নৌকাডুবিতে মৃত ৫৯ জনের মধ্যে ২৮জন পাকিস্তানির খোঁজ পাওয়া গিয়েছে৷ প্রশ্ণ উঠছে এতসংখ্যক পাকিস্তানি কি বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দারিদ্র্য জর্জরিত পাকিস্তান ছেড়ে ভাল রোজগারের আশায় ইয়ূরোপে পালাতে চেয়েছিলো? পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন ইতালিতে নৌকো ডুবে ২৮ জনের মৃত্যুর ঘটনা উদ্বেগজনক৷ শুধু পাকিস্তান নয়, আফগানিস্তান, ইরানের শরণার্থীও রয়েছে মৃতের তালিকায়, মৃতদের মধ্যে ১২জন শিশু রয়েছে৷ এক নবজাতক ও ৮০জন কোনক্রমে প্রাণে বাঁচলেও অন্তত ৩০ জন নিখোঁজ৷ ইতালি ক্রোটোনের কাছে রবিবার শরণার্থী বোঝাই নৌকা ডুবে যায়৷ উদ্ধারকারীরা জানিয়েছে ধারণ ক্ষমতার থেকে অনেক বেশী যাত্রী উঠেছিল নৌকায়৷ প্রবল ঢেউয়ে টাল সামলাতে না পেরে উল্টে যায় নৌকোটি৷ ঢেউয়ের অভিঘাতে তা প্রায় টুকরো টুকরো হয়ে গিয়েছে৷