ইটালিতে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ইটালিTreviso তে আনন্দ মার্গের মহিলা শাখার রয়েছে ‘আনন্দ নিকেতন আশ্রম’৷ সেখানে গত ২৪শে নভেম্বর ৩ঘন্টা ব্যাপী মধুর পরিবেশে অখণ্ড কীর্তন অনুষ্ঠিত হয়৷ ইটালির ভক্তবৃন্দ নিষ্ঠার সাথে ললিত নৃত্যের মাধ্যমে ‘বাবা নাম কেবলম’ মহামন্ত্র গাইতে থাকেন ও আধ্যাত্মিক তরঙ্গের বন্যা বইয়ে দেন৷ কীর্তনের পর আধ ঘন্টা মিলিত সাধনা অভ্যাস করা হয়৷ সাধনার গভীরতা ও তাৎপর্য বিশ্লেষণ করেন সেবা দলের প্রতিনিধি আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত৷ পরিশেষে প্রসাদ বিতরণ হয়৷ প্রতি মাসেই সেখানে অখণ্ড কীর্তন অনুষ্ঠান উদযাপিত হয়৷ আনন্দ মার্গের মহিলা শাখা পরিচালনার দায়িত্বে আছেন আচার্য আনন্দ প্রপত্তি অবধূতিকা৷ তাঁরই অধীনে উপরোক্ত অনুষ্ঠান আয়োজিত হয়৷ তিনি সেখানে মহিলাদের যোগ সাধনার অনুশীলন দিতে থাকেন৷