সূর্যের সাতরং ও তার শক্তির ওপর ছবি এঁকে ইতালিতে সম্মানিত হলেন কলিকাতার পণ্ডিতয়া রোডের বাসিন্দা স্বাতী ঘোষ, তাঁর আঁকা ছবির নাম পাওয়ার অফ এনার্জি৷
সম্প্রতি ইতালির মিলান শহরে স্নাই সানসিরো হিপোড্রাম রেসকোর্সের প্রদর্শন শালায় স্বাতীর ওই ছবি প্রদর্শিত হয়৷ স্বাতী একমাত্র ভারতীয় হিসাবে সেখানে সম্মানিত হন ও আট অ্যান্ড ক্যাভালো থ্রোফিও পুরস্কার পান৷
স্বাতীর ছবির বিষয় ছিল---সূর্যের শক্তি ও সাতরং৷ স্বাতী সাতটি ঘোড়াকে প্রতীক করে সূর্যের শক্তি ও তার সাত রঙকে প্রতিফলিত করেন তাঁর ছবিতে৷ স্বাতীর বাবা পার্থ সারথি রায় চৌধুরি প্রতিরক্ষামন্ত্রকে কাজ করতেন৷ তিনি মূর্ত্তি তৈরীও করতেন৷ স্বাতীর মা পর্ণা রায় চৌধুরী ভাল আলপনা আঁকতেন৷ পারিবারিক সূত্রেই স্বাতীর আঁকায় আগ্রহ৷ তিনি বিজ্ঞানে স্নাতক স্তরে পড়ার পর চারুকলায় ডিপ্লোমা করেন৷ বিশ্বের বিভিন্ন দেশের গ্যালারি ও জাদুঘরে স্বাতীর ছবি প্রদর্শিত হয়৷