গত ২৬শে জানুয়ারি বলাগড়ের খামারগাছিতে টি-২০ প্রতিযোগিতা শুরু হয়েছিল, প্রায় একমাস ধরে চলা এই প্রতিযোগিতার ফাইনাল গত রবিবার অনুষ্ঠিত হয়৷ ফাইনাল ম্যাচ আয়োজিত হয়েছিল দুই দলের মধ্যে একটি হল ১০১ বছরের পা দেওয়া ইউ.এস.সি (ইউনাইটেড স্পোর্টিং ক্লাব) ও দ্বিতীয় দলটি হল চন্দননগর ন্যাশনাল৷ ওই দিনে প্রথমে ব্যাট করে ২৬৬ রান করে তাড়া করে চন্দনগর৷ ১৪৬ রানের ইনিংস খেলেন চন্দননগর ন্যাশনালের ব্যাটসম্যান প্রয়াস ঘোষাল৷ কিন্তু ২৬৬ রানের ধাক্কা নিতে পারেনি ইউএসসি মাত্র ১০৭ রান করে তাদের ইনিংস শেষ হয়ে যায়৷
ম্যাচ ও প্রতিযোগিতার সেরা হয়েছেন চন্দনগরের প্রয়াস৷ মাস খানেক ধরে চলা এই টুর্র্নমেন্টে বিভিন্ন সময় উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তনীরা৷ দেখা গিয়েছে পার্থসারথি ভট্টাচার্য-সহ একাধিক কৃতী ক্রিকেটারকে৷ তাঁদের কেউ কেউ প্রতিযোগিতায় অংশগ্রহণও করেন৷
চন্দননগর ন্যাশনালের হাতে পুরস্কার তুলে দেন ইউএসসি-র সাধারণ সচিব তপন ঘোষ৷ তিনি বলেন ‘‘এমন একটি প্রতিযোগিতা আয়োজন করতে আমরা খুব গর্বিত৷’’