ইয়ূনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় বাঙলার দুর্র্গপূজা

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ১৫ই ডিসেম্বর,২০২১, প্যারিসের আবহমান বিশ্বসংস্কৃতি রক্ষা সংক্রান্ত ইয়ূনেস্কোর আন্তসরকারী কমিটির সম্মেলন থেকে টুইটারে ভেসে এলো একটি বার্র্ত---‘‘কলকাতার দুর্গাপূজা এইমাত্র অধরা ঐতিহ্যের তালিকায় অন্তঃর্ভুক্ত হয়েছে৷’’ টুইটারে ইয়ূনেস্কো লিখেছে--- ‘‘আবহমান ঐতিহ্যের তালিকায় ঢুকে পড়লো কলকাতার দুর্গাপূজা৷  ভারতকে অভিনন্দন৷’’

আন্তর্জাতিক আঙিনায় কলকাতার দুর্গাপূজাকে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী বেশ কয়েক বছর আগে৷ স্বভাবতই বাঙলা সহ প্রতিটি ভারতবাসীর সঙ্গে  মুখ্যমন্ত্রী এই সংবাদে খুশী হয়েছেন৷ এক বার্র্তয় তিনি বলেন---বিশ্বের সমস্ত বাঙালীর কাছে দুর্গাপূজা উৎসবের থেকেও অনেকবেশী কিছু৷ এমন আবেগ, যা  সকলকে এক করে দেয়৷

বিশ্বের বিভিন্ন স্থান থেকে ৪৬টি প্রস্তাব এসেছিল৷ নিঁখুত বিচার শেষে দুর্র্গপুজা আন্তর্জাতিক ঐতিহ্যের মর্যাদার আসনে স্থান করে নেয়৷

তথাকথিত ধর্মীয় মতের সংকীর্ণতাকে সরিয়ে রেখে দুর্গাপূজার সঙ্গে বিভিন্ন পেশার জড়িয়ে থাকা ও  এর শৈল্পিক কর্মকাণ্ড বিচারে গুরুত্ব পায়৷ তাছাড়া রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে সৃষ্টিশীল অর্থনীতি সংক্রান্ত গবেষণাটিও বিচারে গুরুত্ব পায়৷