গত ১,২,৩, সেপ্ঢেম্বর শিলিগুড়িতে ইউনিবার্র্সল প্রাউটিষ্ট ষ্টুডেন্ট ফেডারেশন U.P.S.F) ও ইউনিবার্র্সল প্রাউটিষ্ট ইউথ ফেডারেশনের U.P.Y.F) রাজ্য সম্মেলন হওয়ার কথা ছিল৷ কিন্তু প্রাকৃতিক দুর্র্যেগ ও রেল যোগাযোগের অভাবের জন্যে দক্ষিণ বঙ্গ থেকে ছাত্র -যুবারা শিলিগুড়িতে পৌঁছোতে পারেনি৷ তাই উত্তরবঙ্গে পাঁচটি জেলার ছাত্র যুবাদের নিয়েই এই সম্মেলন হ’ল৷
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিবার্র্সল প্রাউটিষ্ট ষ্টুডেন্ট ফেডারেশন U.P.S.F) -এর রাজ্য সচিব রাজু মান্না বলেন, ইতিহাস থেকে আমরা জানতে পারি, বিভিন্ন দেশের চরম সংকটকালে সেই সংকট থেকে মুক্তির বেত্রে ছাত্র-যুবারাই অগ্রণী ভূমিকা নিয়ে থাকে৷ আজকে আমাদের দেশের সর্ববেত্রে এক চরম সংকট দেখা দিয়েছে৷ দেশে আজ চরম বেকার সমস্যা৷ অর্থনৈতিক যা কিছু পরিকল্পনা তাতে লাভবান হচ্ছেন ধনীরা, তাদেরই সম্পদ লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে অথচ দেশের অধিকাংশ জনসাধারণ চরম অর্থনৈতিক সমস্যার শিকার৷ বিশেষ করে দেশের ছাত্র-যুবারা কর্মসংস্থানের জন্যে হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছে, কিন্তু সর্বত্র দরজা বন্ধ৷ তাছাড়া দেখা যাচ্ছে ছাত্র-যুবসমাজের একাংশ দিশে হারা হয়ে কেউ ব্লু-হোয়েলের নেশায় মত্ত হয়ে, কেউ বা অন্যভাবে আত্মহননের পথ বেছে নিচ্ছে৷ আজকের ছাত্র-যুবদেরই এই বিপথগামী সমাজকে সঠিক পথে পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হবে৷ কিন্তু
তাদের সামনে আজ থেকে কোনো বড় আদর্শ নেই৷ তাই তারা আজ দিশাহারা৷ এই পরিপ্রেক্ষিতে মহান দার্শনিক শ্রী প্রভাতরঞ্জন সরকার ,সমাজের সর্বপ্রকার, সমস্যার সমাধানে এক সর্বানুসূ্যত আদর্শ---‘প্রাউট দিয়েছেন৷ এই আদর্শ একমাত্র আজকের ছাত্র-যুবাদের আত্মগঠন ও আদর্শ সমাজ গড়বার দিশা দেখাতে পারে৷ তাই এই যুগান্তকারী প্রাউট দর্শনের ওপর ভিত্তি করে এই ইউনিবার্র্সল প্রাউটিষ্ট ইউথ ফেডারেশনের U.P.Y.F) এগিয়ে চলেছে৷ তাই ইউনিবার্র্সল প্রাউটিষ্ট ইউথ ফেডারেশনের U.P.Y.F) দেশের সমস্ত ছাত্রও যুব সমাজকে আহ্বান জানাচ্ছে৷ তাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে ও সর্বাঙ্গ সুন্দর এক সমাজ গড়তে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে৷
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি মাননীয় সোমনাথ বিশ্বাস, বিশিষ্ট প্রাউটিষ্ট তরুণ দাস, প্রাউট-তাত্ত্বিক আচার্য লীলাধীশানন্দ অবধূত, আচার্য কৃষ্ণস্বরূপানন্দ অবধূত আদর্শ সমাজ নির্র্মণে ছাত্র-ছাত্রা, যুবক-যুবতীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়ে তাঁদের উৎসাহিত করেন৷ সম্মেলনে আচার্য শুভমিত্রানন্দ অবধূত, জীবনের আধ্যাত্মিক ভিত্তিভূমি, মানুষের জীবনের আদর্শও লক্ষ্য সম্পর্কে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন৷ আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত কীভাবে ভালভাবে পড়াশোণা মনঃসংযোগ করতে পারবে, কীভাবে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে ও দৃঢ় চরিত্রের অধিকারী হতে পারবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন৷ তিনি এ ব্যাপারে নিয়মিত যোগাসন ও যোগসাধনার প্রয়োজনীয়তাও বুঝিয়ে বলেন৷
আচার্য লীলাধীশানন্দ অবধূত, আচার্য কৃষ্ণস্বরূপানন্দ অবধূত প্রমুখ প্রাউট দর্শণের বিভিন্ন নিয়ে ছাত্র ও যুবসমাজের বিভিন্ন সমস্যার যথার্থ সমাধানের পথ নিয়ে আলোচনা করেন৷ ২রা সেপ্ঢেম্বর বিকেলে প্রাউটিষ্ট ছাত্র-যুবাদের এক বর্র্ণঢ্য মিছিল বেরোয়৷ এই মিছিলটি ফুলেশ্বরী বাজার , এন টি এস মোড়, মহাবীর স্থান, ভেনাস মোড়, কোর্ট মোড় প্রভৃতি হয়ে শহর পরিক্রমা করে৷ মাঝে পথসভায় ও বিভিন্ন নেতা ইয়ূপি.এস.এফ ও ইয়ূপি.ওয়াই. এফ-এর আদর্শ নিয়ে বক্তব্য রাখেন৷