ইয়ূরোপের দক্ষিণ-পূর্বাংশে মন্টেনেগ্রো এলাকায় একটি নির্দিষ্ট গাছে ঘটছে এক বিরল ঘটনা৷ সেই তুঁত গাছের বাকল থেকে জল গড়িয়ে মাটিতে পড়তে থাকে৷ মন্টেনেগ্রো রাজধানী পডগোরিকা৷ সেখানে রয়েছে ডিনোসা নামের একটি গ্রাম৷ ডিনোসা গ্রামে বেড়ে উঠেছে একটি তুঁত গাছ৷ দীর্ঘকাল ধরে গাছটি সেখানে রয়েছে তবে সারা বছর নয়, বছরের নির্দিষ্ট সময়েই তুঁত গাছের বাকল থেকে জোর গতিতে জল বেরিয়ে আসে৷ টানা এক-দুদিন জল পড়ার পর তা আবার থেমে যায়৷ ডিনোসা গ্রামটির ভৌগোলিক অবস্থান এমন একটি জায়গায়, যেখানে ভূগর্ভ দিয়ে বহু সংখ্যক জলধারা বয়ে গিয়েছে৷ বরফ গলে যাওয়ার ফলে অথবা ওই এলাকায় ভারী বর্ষণ হলে জলের প্রবাহ বৃদ্ধি পায়৷ মাটির তলায় থাকা জলধারাগুলিতে জলের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে চাপের পরিমাণ বাড়তে থাকে৷ মাটির উপরের চাপের সঙ্গে তখন জলধারার চাপের বিশাল পার্থক্য তৈরি হয়৷ চাপের সমতা রক্ষার জন্য ভূগর্ভের জলধারাগুলি বাইরে বেরিয়ে আসার জন্য ফাঁক ফোকর খুুঁজতে থাকে৷ তুঁত গাছের গুঁড়ির গায়ে একটি ছোট গর্ত রয়েছে৷ মাটির তলায় জলধারাগুলিতে জলের পরিমাণ বৃদ্ধি পেলে তা বাকলের ভিতর দিয়ে এই গর্তের মুখ দিয়ে বেরিয়ে আসে৷ স্থানীয়রা জানান এই ঘটনা অনেক পুরোনো কারণ ১৯৯০ সাল থেকে তারা এই ঘটনা লক্ষ করেছেন৷
সংবাদদাতা
পি.এন.এ.
সময়