গত ১৯শেফেব্রুয়ারী ২০২৩ মেদিনীপুর পশ্চিম জেলার চন্দ্রকোণা রোডস্থিত আনন্দমার্গ প্রচারক সংঘের উদ্যোগে ভক্তিমণ্ডিত পরিবেশে বেদমন্ত্র পাঠ, শঙ্খধবনিসহ সকাল বেলায় অপর্ণাপল্লীতে নবনির্মিত জাগৃতি ভবনের উদ্বোধন হয়৷ প্রভাত সঙ্গীত, অখণ্ড কীর্ত্তন সমবেত ধ্যান, গুরুপূজা, ধর্মশাস্ত্র পাঠের পর পরমগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর গুরু মহিমা সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ছিলেন ধর্মগুরু, যোগগুরু, দর্শন গুরু, শিক্ষাগুরু, সমাজগুরু ও সঙ্গীত গুরু৷ জীব জগতের প্রতি ছিল তাঁর অনন্ত প্রেম ও অনন্ত মমত্ববোধ৷ এই অনন্ত প্রেম ও মমত্ব-বোধের প্রেষণায় তিনি সমাজকে দান করেছেন অনন্ত রত্ন সম্ভার৷ তাঁর প্রতি আমরা অনন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করি৷ সবশেষে প্রসাদ বিতরণ করা হয়৷ মেদিনীপুর (পঃ) জেলার বিভিন্ন স্থান হতে আনন্দমার্গীও ভক্তবৃন্দ এই অনুষ্ঠানে যোগদান করেন৷ শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়ে অনেকে যোগ-ধ্যান শেখেন৷ যাদের সক্রিয় পরিকল্পনা ও পরিশ্রমের ফলে সমগ্র অনুষ্ঠানটি সফল হয়েছিল তারা হলেন সর্বশ্রী কল্যাণময় ঘোষ, গজেন্দ্রনাথ নায়েক, অশ্বিনী মণ্ডল, তরুণ খান৷ শ্রীবাস পাল ও সুমনা ঘোষ।
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়