জাগৃতি উদ্বোধন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৯শেফেব্রুয়ারী ২০২৩ মেদিনীপুর পশ্চিম জেলার চন্দ্রকোণা রোডস্থিত আনন্দমার্গ প্রচারক সংঘের উদ্যোগে ভক্তিমণ্ডিত পরিবেশে বেদমন্ত্র পাঠ, শঙ্খধবনিসহ সকাল বেলায় অপর্ণাপল্লীতে নবনির্মিত জাগৃতি ভবনের উদ্বোধন হয়৷ প্রভাত সঙ্গীত, অখণ্ড কীর্ত্তন সমবেত ধ্যান, গুরুপূজা, ধর্মশাস্ত্র পাঠের পর পরমগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর গুরু মহিমা সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ছিলেন ধর্মগুরু, যোগগুরু, দর্শন গুরু, শিক্ষাগুরু, সমাজগুরু ও সঙ্গীত গুরু৷ জীব জগতের প্রতি ছিল তাঁর অনন্ত প্রেম ও অনন্ত মমত্ববোধ৷ এই অনন্ত প্রেম ও মমত্ব-বোধের প্রেষণায় তিনি সমাজকে দান করেছেন অনন্ত রত্ন সম্ভার৷ তাঁর প্রতি আমরা অনন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন  করি৷ সবশেষে প্রসাদ বিতরণ করা হয়৷ মেদিনীপুর (পঃ) জেলার বিভিন্ন স্থান হতে আনন্দমার্গীও ভক্তবৃন্দ এই অনুষ্ঠানে যোগদান করেন৷ শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়ে অনেকে যোগ-ধ্যান শেখেন৷ যাদের সক্রিয় পরিকল্পনা ও পরিশ্রমের ফলে সমগ্র অনুষ্ঠানটি সফল হয়েছিল তারা হলেন সর্বশ্রী কল্যাণময় ঘোষ, গজেন্দ্রনাথ নায়েক, অশ্বিনী মণ্ডল, তরুণ খান৷ শ্রীবাস পাল ও সুমনা ঘোষ।