সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
রেণেশাঁ আর্টিষ্টস্ এ্যাণ্ড রাইটার্স এ্যাশোসিয়েশন ‘রাওয়া’-র জামসেদপুর কমিটির পক্ষ থেকে গত ১৩ই আগষ্ট জামসেদপুরে প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা হয়৷
টেলকো রিক্রিয়েশন ক্লাবে ১৩ই আগষ্ট প্রভাত সঙ্গীত অবলম্বনে অংকন প্রতিযোগিতা ও ১৯শে আগষ্ট সঙ্গীত প্রতিযোগিতা হয়৷ এর পর ২১শে আগষ্ট প্রভাত সঙ্গীত অবলম্বেনে নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়৷ টেলকো সঙ্গীত সমাজ অডিটোরিয়ামে ১৫০০-এর বেশি নৃত্য-প্রতিযোগী ছিলেন৷ সমগ্র প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠানটি পরিচালনা করেন জামসেদপুর ‘রাওয়া’ সেক্রেটারী দেবযানী বিশ্বাস৷