একদিন আগেই তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১৷ এবার আরও তীব্র ভূমিকম্প অর্থাৎ ‘মেগাকোয়েকের’ সতর্কতা জারি করল জাপানের আবহাওয়া দপ্তর৷ এই পরিস্থিতিতে চারদিনের মধ্য এশিয়া সফর বাতিল করলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা৷
জাপানে ভূমিকম্পে ১৪ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ জাপানের দ্বীপ কিউশুর পূর্ব উপকূলের ৩০ কিলোমিটার নীচে৷ এবার আরও তীব্র ভূমিকম্পের সম্ভাবনার কথা জানানো হয়েছে৷ দেশের এমন পরিস্থিতিতে মধ্য এশিয়া সফর বাতিল করেছেন সেদেশের প্রধানমন্ত্রী৷ ইতিমধ্যেই টোকিও ও পশ্চিম ওসাকার মধ্যে ধীরগতিতে চালানো হচ্ছে বুলেট ট্রেনগুলি৷ প্রশাসনের তরফে মানুষজনকে সতর্ক থাকার কথা বলা হয়েছে৷ দেশজুড়ে পারমাণবিক কেন্দ্রগুলিকেও দুর্যোগ মোকাবিলায় সমস্তরকম প্রস্তুতি খতিয়ে দেখতে বলা হয়েছে৷ উল্লেখ্য, ভূমিকম্পের ভয়াল রূপকেই ‘মেগাকোয়েক’ বলা হয়৷ যার তীব্রতা সাধারণ ভূমিকম্পের থেকে অনেক বেশি হয়৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রতি ৯০-২০০ বছরে একবার এই ধরনের ভূমিকম্প হয়৷ শেষবার ১৯৪৬ সালে মেগাকোয়েকে কেঁপে উঠেছিল জাপান৷ ২০১১ সালেও ভূমিকম্প ও সুনামি জাপানকে লন্ডভন্ড করে দেয়৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৯.০৷