জেলা ফুটবল লীগ

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

গত ১৮ই সেপ্ঢেম্বর,২৩ ডিষ্ট্রিক্ট মানভূম (পুরুলিয়া) স্পোর্টস এ্যাসোসিয়েশন আয়োজিত ‘বি’ ডিভিশন লীগের দ্বিতীয় পর্যায় নক আউট ফুটবল প্রতিযোগিতায় প্রথম রাউণ্ডে স্পিরিচ্যুয়ালিষ্ট স্পোর্টস এণ্ড এডভেঞ্চারস ক্লাব বনাম কেইতকা ফুটবল ক্লাব এর মধ্যে  অনুষ্ঠিত হয় পুরুলিয়া সিমুলিয়া মাঠে৷ ফুটবল ম্যাচ কে.এফ.সি অনেক পুরনো ক্লাব৷ খেলার নির্ধারিত ৭০ মিনিটের মধ্যে গোল শূন্য থাকে৷ অবশেষে ট্রাইবেকারে ৪-৩ গোলে আনন্দনগর জয়ী হয়৷ এই জয়ের ফলে আনন্দনগর সুপার সিক্স এ উঠেছে৷