জীব জগতের সার্বিক কল্যাণের জন্যে প্রাউট তত্ত্ব বাস্তবায়নের পরিকল্পনা নিতে হবে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

প্রবীন প্রাউট তাত্ত্বিক শ্রী প্রভাত খাঁ হুগলী শ্রীরামপুরে এক আলোচনায় বলেন বর্তমান সামাজিক বিপর্যয় রুখতে প্রাউটতত্ত্বের সর্বাত্মক ও সর্বানুসূ্যত পরিকল্পনা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে৷ শ্রী খাঁ বলেন তথাকথিত জড়বাদ ও ভাবজড়তা আশ্রিত তত্ত্বের প্রভাবে মানুষ অর্থনৈতিক ও রাজনৈতিক জীবে পরিণত হয়েছে৷ মানুষের মানস-আধ্যাত্মিক বিকাশ স্তব্ধ হয়ে গেছে৷ নগ্ণচিত্র ও অশ্লীল সাহিত্য মানুষকে নৈতিক অধোগতির দিকে নিয়ে যাচ্ছে৷

শ্রী খাঁ আলোচনায় বলেন পুঁজিবাদী শোষন, জড়বাদ ও মৌলবাদের অশুভ আঁতাত সমাজকে ধবংসের দিকে নিয়ে যাচ্ছে৷ আজ সমাজ, রাষ্ট্র, ধর্ম সাহিত্য,শিল্প-সংসৃকতি, রাজনীতি, অর্থনীতি সবকিছুর নিয়ন্ত্রণ মানুষরূপী দানবের হাতে চলে গেছে৷ এসব  কিছুর পেছনে আছে পুঁজিবাদের গভীর ষড়যন্ত্র৷ অর্থনৈতিক বৈষম্য, নানা দল-উপদল সম্প্রদায়ে সমাজকে বিভক্ত করে মানুষকে সংঘর্ষে লিপ্ত রেখে অবাধে শোষণ করে চলেছে বিশ্বের ধনকুবেররা৷ মানুষকে---নেতা মন্ত্রী শাসক শিল্পী, সাহিত্যিক সকলেই আজ ধনকুবের দানবের কৃপার পাত্র৷

পরিশেষে শ্রীখাঁ বলেন সমাজকে এই বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে নব্যমানবতাবাদ আধারিত প্রাউট তত্ত্বকে দ্রুত কার্যে রূপায়ন করতে হবে৷

আনন্দমার্গ দর্শনের প্রাউটতত্ত্ব সমাজে কোনরূপ বিভেদ বৈষম্যকে স্বীকার করে না৷ আনন্দমার্গের আধ্যাত্মিক দর্শন বিশ্বাস করে দল মত সম্প্রদায় বিশেষে সকল মানুষই একই মহিমান্বিত বিশ্বপিতার সন্তান৷ তাই আনন্দমার্গের সর্বাত্মক ও সর্বানুসূ্যত জীবন দর্শনই সমাজকে চরম বিপর্যয়ের হাত থেকে রক্ষা করবে৷ তাই আজ পৃথিবীর কোনায় কোনায় আনন্দমার্গের বাণী পৌঁছে দিতে হবে৷