জিডিপি আর্থিক উন্নতির মানদণ্ড নয় প্রতিটি মানুষের হাতে ক্রয় ক্ষমতা দিতে হবে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ভারত অর্থনীতিতে তিন নম্বর হবে৷ শাসক দল প্রচারের ঢাক পেটাচ্ছে৷ কিন্তু কোন হিসেবে কিসের ভিত্তিতে তিন নম্বর, তার কোন বিস্তারিত ব্যাখ্যা নেই৷ জিডিপি দেশের অর্থনীতির সার্বিক চিত্র কখনই নয়৷ প্রবীন প্রাউটিষ্ট নেতা শ্রী প্রভাত খাঁ বলেন--- ভারত ১৪০ কোটি মানুষের দেশ৷ সেখানে ইংল্যাণ্ডের জনসংখ্যা মাত্র ৭কোটির কাছাকাছি৷ এই দুই দেশের মধ্যে কিভাবে জিডিপির হিসাবে আর্থিক উন্নতির তুলনা করা যায়৷ দেশের অভ্যন্তরেও মুষ্টিমেয় ধনিক শ্রেণী বাদ দিলে সিংহভাগ মানুষের হাতে ক্রয়ক্ষমতাই নেই৷ তাই আর্থিক উন্নয়ণে জিডিপির হিসাবে বিরাট ফাঁকি থেকে যায়৷

শ্রী খাঁ বলেন--- প্রাউটের মতে প্রতিটি মানুষের জীবনে নূ্যনতম প্রয়োজনীয় নিরাপত্তা দিতে হবে অত্যাবশ্যকীয় ভোগ্যপন্য ক্রয় ক্ষমতা নিশ্চিততার মাধ্যমে৷ একটি অঞ্চলের আর্থিক সচ্ছ্বলতার মান নির্ভর করে সেই অঞ্চলের প্রতিটি মানুষের ক্রয় ক্ষমতার ওপর৷ বর্তমান পুঁজিবাদ নিয়ন্ত্রিত অর্থনৈতিক কাঠাময় তা কখনই সম্ভব নয়৷ তাই সকল মানুষের সার্বিক কল্যাণের স্বার্থে বর্তমান  অর্থনৈতিক কাঠামোর খোল-নলচে পাল্টাতে হবে৷

শ্রী খাঁর কথায় --- প্রাউট অর্থনৈতিক গণতন্ত্রে বিশ্বাস  করে৷ বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাকে রাজনৈতিক গণতন্ত্র বলা চলে৷ মানুষকে কাগজে কলমে বোটাধিকার দিয়ে অর্থনৈতিক অধিকার কেড়ে নিয়েছে৷ পরিণতিতে অর্থনৈতিক বৈষম্য, বেকার সমস্যা, খাদ্যপণ্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি --- মানুষের কোন সামাজিক অর্থনৈতিক সুরক্ষা  থাকে না৷ এই অসার গণতন্ত্র পুতুল নাচের সঙ্গে তুলনীয়৷ ক্ষমতা লোভী রাজনীতিবিদরা পর্দার আড়ালে থাকা পুঁজিপতিদের দাসত্ব করে ও জনগণের সঙ্গে প্রতারণা করে দেশকে ধবংসের কিনারে নিয়ে এসেছে৷

শ্রী খাঁ দাবী করেন অবিলম্বে কেন্দ্রীত অর্থনীতির পরিকাঠামো ভেঙে অর্থনীতির বিকেন্দ্রীকরণ করতে হবে৷ যার মূল লক্ষ্য হবে সমাজের সর্বস্তরের মানুষকে নূ্যনতম  প্রয়োজন পূর্ত্তির নিশ্চিততা দেওয়া৷ প্রতিটি মানুষের ক্রয়ক্ষমতার  ক্রমবৃদ্ধি সুনিশ্চিত করতে হবে৷ অর্থনৈতিক  সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা স্থানীয় মানুষের হাতে রাখতে হবে   ও স্থানীয় অর্থনীতিতে বহিরাগতের স্থান থাকবে না৷ এইভাবে অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে শুধু মনুষ্যজগৎ নয় উদ্ভিদ জগৎ-জীবজগৎ তথা সর্ব অস্তিত্বের সর্বজনীন কল্যাণ করতে হবে৷ একমাত্র প্রাউট প্রতিষ্ঠার মাধ্যমেই তা সম্ভব৷