জিম্বাবুয়েতে আনন্দমার্গ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আফ্রিকার দক্ষিণাঞ্চলে জিম্বাবুয়ে  দেশটির রাজধানী হ’ল হারারে৷ এই হারারের জেটফিল্ডে আনন্দমার্গের  একটি  মাষ্টার  ইয়ূনিট রয়েছে৷ এখানে  আনন্দমার্গের  এই মাষ্টার ইয়ূনিটটির  অধ্যক্ষ হলেন আচার্য  লীলাধীশানন্দ  অবধূত৷ এখানে  তিনি যোগকেন্দ্র খুলেছেন৷ অনেকের  আচার্য লীলাধীশানন্দজীর  কাছে যোগসাধনার  প্রশিক্ষণ নেন৷ প্রতি রবিবার  বিশেষ যোগক্লাস  হয়৷ যোগকেন্দ্রের  সদস্যরা মিলিতভাবে  আসন ও ধ্যান  অভ্যাস করেন৷ যথারীতি ধর্মচক্রও অনুষ্ঠিত হয়৷ এছাড়া আনন্দমার্গ মাষ্টার ইয়ূনিটের পক্ষ থেকে  স্থানীয়  দরিদ্র মানুষদের  খাবার ও বস্ত্র বিতরণ করা হয়৷ স্থানীয় আনন্দমার্গীরা এই সেবাকার্যে লীলাধীশানন্দজীকে পূর্ণ সহযোগিতা করেন৷

পাশে জাম্বিয়াতে আনন্দমার্গের একটি স্কুল রয়েছে৷ এছাড়া এখানে  যোগকেন্দ্র রয়েছে ও নিয়মিত যোগের ক্লাশ হয়৷ আনন্দমার্গের  এই কেন্দ্রটি পরিচালনা করেন আচার্য কৃষ্ণকৃপানন্দ অবধূত৷ আফ্রিকার  এই দেশগুলির স্থানীয়  মানুষেরা খুবই গরীব ও খুবই সরল৷ জিম্বাবুয়েতে পানীয় জলের তীব্র অভাব৷ সরকার থেকে সামান্য জল সরবরাহ করা হয়৷ এরই ওপর  জীবন ধারণ করতে হয়৷ ভিক্টোরিয়া জলপ্রপাত এই জিম্বাবোয়েতে রয়েছে৷ তা -দেখতে  পর্যটকের খুব ভিড় হয়৷ তাছাড়া এ দেশে  প্লাটিনাম ও সোনার খনিও আছে৷ চাষের মধ্যে সামান্য ভুট্টা ও কোনো শাক হয়৷